thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

স্কোরসেস পেলেন ১১তম মনোনয়ন

২০১৪ জানুয়ারি ০৯ ০৪:৫৩:৪২
স্কোরসেস পেলেন ১১তম মনোনয়ন

দ্য রিপোর্ট ডেস্ক : পর পর ১০ বার মনোনয়ন পাওয়ার পর এবার ১১তম বারের মত ‘ডিরেক্টর গ্লিড অ্যাওয়ার্ড’-এ সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন ‘দ্য উলফ্ অফ ওয়াল স্ট্রিট’ খ্যাত পরিচালক মার্টিন স্কোরসেস্। খবর এনডিটিভি নিউজের।

‘ডিরেক্টর গ্লিড অ্যাওয়ার্ড’(ডিজিএ)-কে বলা হয় লাকি অ্যাওয়ার্ড।কারণ এই পুরষ্কারের পথ ধরেই জুটে যেতে পারে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কিংবা অস্কার মনোনয়ন।

৭১ বছর বয়সি স্কোরসেস এর আগে ১০ বার মনোনয়ন লাভ করলেও কেবল একবারই গ্লিড অ্যাওয়ার্ড পান। ২০০৬ সালে তার অ্যাকশন থ্রিলার মুভি ‘দ্য ডিপার্টেড’-র জন্য তিনি এ পুরস্কার জিতে নেন।

‘ডিজিএ’-এ অ্যাওয়ার্ডে মার্টিন স্কোরসেস ছাড়াও সেরা পরিচালক হিসেবে মসোনয়ন পেয়েছেন স্টিভ ম্যাককুইন, ডেভিড ও. রাসেল, অ্যালফনসো কোয়েরন ও পল গ্রিনগ্রাস। এদের মধ্যে ম্যাককুইন প্রথম বারের মত মনোনয়ন পেয়েছেন।

আগামি ২৫ জানুযারি যুক্তরাস্ট্রের লসএঞ্জেলসে একটি ডিনার অনুষ্ঠানে ‘ডিজিএ’ অ্যাওয়ার্ড অর্জনকারীদের নাম ঘোষণা করা হবে।

(দ্য রিপোর্ট/পিআর/ এমডি/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর