thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

মৌলভীবাজারে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

২০১৪ জানুয়ারি ০৯ ১০:০৪:১২
মৌলভীবাজারে ট্রাকচাপায় বাবা-ছেলের মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডে ট্রাকচাপায় রিকশাযাত্রী বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে শহরের শমসেরনগর রোডের ঈশিতা টেলি মিডিয়ার সম্মুখে শমসেরনগর থেকে আসা একটি ট্রাক রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে রিকশাযাত্রী বাবা ও ছেলে মারা যান। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ধাতুকনা গ্রামের বাবা ইজ্জত আলী (৫০) ও ছেলে তোফাজ্জল আলী (১৯)। আহত রিকশাচালক সাত্তার মিয়াকে (৪০) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল হাই চৌধুরী দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/টিএফ/এএস/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর