thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শপথ নিলেন আ.লীগের এমপিরা

২০১৪ জানুয়ারি ০৯ ১০:২০:০৭
শপথ নিলেন আ.লীগের এমপিরা

শপথ নিলেন দশম জাতীয় সংসদের নবনির্বাচিত আওয়ামী লীগের এমপিরা।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

আওয়ামী লীগের ২২৪ জন সংসদ সদস্য এ সময় শপথ নেন। বাকিরা এসে পৌঁছলে তাদের শপথ অনুষ্ঠিত হবে বলে সংসদ সচিবালয় সূত্র জানায়।

এ সময় সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) জয়নাল আবেদীন জানান, জাতীয় পার্টির সংসদ সদস্যরা আসলে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এর আগে বুধবার বিজয়ী হওয়া সংসদ সদস্যদের নাম উল্লেখ করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২(ক) অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার সকালে শপথ পাঠ করানো হয়।

বুধবার বেসরকারিভাবে নির্বাচিত ২৯০ জন সাংসদের নাম গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যশোর-১ ও যশোর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত দুই সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের নাম গেজেটে প্রকাশ করা হয়নি। কমিশনের তদন্তে তাঁদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ জন্য তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আটটি আসনের স্থগিত কেন্দ্রে ১৬ জানুয়ারি ভোট গ্রহণ হবে। আসনগুলো হলো দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, গাইবান্ধা-৩, গাইবান্ধা-৪, বগুড়া-৭, যশোর-৫ ও লক্ষ্মীপুর-১।

সংবিধান অনুযায়ী, একাধিক আসনে নির্বাচিত সাংসদদের শপথ গ্রহণের আগে যেকোনো একটি আসন রেখে অন্যগুলো ছেড়ে দিতে হয়। নির্বাচন কমিশন সে আসনগুলো শূন্য ঘোষণা করে। দশম সংসদে কেবল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬—এ দুটি আসনে নির্বাচিত হয়েছেন। তিনি গোপালগঞ্জ-৩ আসন রেখে রংপুর-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। শেখ হাসিনার পক্ষে এ বি এম রিয়াজুল কবীর কাউছার গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে রংপুর-৬ আসন ছেড়ে দেওয়ার চিঠি পৌঁছে দেন।

সংবিধান অনুযায়ী শপথ পাঠের পরবর্তী ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন বসবে। অর্থাৎ দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে চলতি মাসেই।

উল্লেখ্য, দশম সংসদের ৩০০ আসনের মধ্যে আটটি আসনের ফলাফল স্থগিত আছে। বাকি ২৯২টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ছয়, জাসদ পাঁচ, জাতীয় পার্টি (জেপি) এক, তরীকত ফেডারেশন এক, বিএনএফ এক এবং স্বতন্ত্র ১৪ জন প্রার্থী বিজয়ী হয়েছেন।

(দ্য রিপোর্ট/আরএইচ/জেএম/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর