thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বিএনপির ৬ নেতার জামিন না মঞ্জুর

২০১৪ জানুয়ারি ০৯ ১২:৩৯:১১
বিএনপির ৬ নেতার জামিন না মঞ্জুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ৬ নেতার রিমান্ড ও জামিন নামঞ্জুর করে জেলগেটে ৭ দিনের জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।

ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমান বৃহস্পতিবার উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

তিন মামলায় ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আব্দুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসকে জেলগেটে ৭ দিনের জিজ্ঞাবাদের আদেশ দেন আদালত।

ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা পৃথক ৩ মামলার সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা ফজলুল হক ২৭ দিনের রিমান্ড আবেদন করেন। এর প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিকুল হক, অ্যাডভোকেট সানাউল মিয়া, মাসুদ আহমদ তালুকদারসহ অন্যান্য আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, পিপি আবদুল্লাহ আবু, এপিপি শাহ আলম তালুকদারসহ অন্যান্য আইনজীবীরা।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/জেএম/এএল/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর