thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

রাষ্ট্রদ্রোহ মামলায় ব্লিটজ সম্পাদকের ৭ বছর জেল

২০১৪ জানুয়ারি ০৯ ১২:৪৩:৪০
রাষ্ট্রদ্রোহ মামলায় ব্লিটজ সম্পাদকের ৭ বছর জেল

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহ মামলায় ব্লিটজ পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকা দায়রা জজ আদালতের বিচারক মো. জহিরুল হক এ আদেশ দেন।

এ মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। মামলার অভিযোগে বলা হয় ২০০৩ সালের ২৯ নভেম্বর অভিযুক্ত সালাউদ্দিন শোয়েব চৌধুরী ইসরায়েল যাওয়ার উদ্দেশ্যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ‘এডুকেশন টুয়ার্ডস কালচার অব পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য তৈরি একটি ভাষণের কপি জব্দ করা হয়।

২০০৩ সালে ১ থেকে ৩ ডিসেম্বর ওই কনফারেন্স হওয়ার কথা ছিল। ভাষণের কপিতে বাংলাদেশে আল কায়েদাসহ ইসলামী জঙ্গিবাদী সংগঠনের তৎপরতা উল্লেখ করা হয়।

(দ্য রিপোর্ট/জেএ/ডব্লিউএস/এমসি/এএল/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর