thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নতুন মন্ত্রিসভার শপথ রবিবার

২০১৪ জানুয়ারি ০৯ ১২:৪৯:৪২
নতুন মন্ত্রিসভার শপথ রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন মন্ত্রিসভা শপথ নেবে আগামী রবিবার। মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আর্লি নেক্সট উইক নতুন মন্ত্রিসভার শপথ হতে পারে। আমাদের কিছু কাজের প্রক্রিয়া বাকি আছে।

তিনি আরো বলেন, সংসদীয় দলের নেতা নির্বাচিত হলে তিনি রাষ্ট্রপতির কাছে নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের তালিকা জমা দেবেন। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন। এর ভিত্তিতেই নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।

‘নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। এখন পর্যন্ত আগের কেবিনেট আছে। নতুন কেবিনেট শপথ নিলে তখন থেকে তা কার্যকর হয়ে যাবে’ বলেও জানান মোশাররাফ হোসাইন। নতুন মন্ত্রিসভা গঠনের পরে বিভিন্ন মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, অনেকেই বলেন যে মন্ত্রিসভায় টেকনোক্যাট মন্ত্রী থাকে। আসলে বিষয়টি ভুল। বিষয়টি হলো মন্ত্রিসভায় ৯০ শতাংশ এমপিদের মধ্য থেকে এবং বাকি ১০ শতাংশ এমপি নন কিন্তু এমপি হওয়ার যোগ্য এমন ব্যক্তিদের সদস্য করা যায়। টেকনোক্রেট না বলে নন-এমপি বলাটাই ভালো।

(দ্য রিপোর্ট/আরএম/জেএম/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর