thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রওশন বিরোধীদলীয় নেতা নির্বাচিত

২০১৪ জানুয়ারি ০৯ ১৩:১৩:৩৬
রওশন বিরোধীদলীয় নেতা নির্বাচিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করেছেন জাতীয় পার্টির এমপিরা।

শপথ গ্রহণ শেষে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় পার্টির নির্ধারিত কার্যালয়ে এ বৈঠকে তারা এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আমরা এ বিষয়ে লিখিত দিয়েছি। অন্য কেউ চাইলেও বিরোধী দলীয় নেতা হতে পারবেন না।

জাতীয় পার্টি সরকারের পাশাপাশি বিরোধী দলেও থাকবেন বলে তিনি জানান।

এছাড়া বিরোধী দলীয় উপনেতার বিষয়েও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও তিনি জানান।

(দ্য রিপোর্ট/আরএইচ/জেএম/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর