thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বিশেষ ট্রাইব্যুনালের আওতায় তারেক জিয়াকে শাস্তির আহ্বান

২০১৪ জানুয়ারি ০৯ ১৩:১৩:১৩
বিশেষ ট্রাইব্যুনালের আওতায় তারেক জিয়াকে শাস্তির আহ্বান

দ্য রিপোর্ট প্রতিবেদক : তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালের আওতায় শাস্তির ব্যবস্থা করার জন্য শেখ হাসিনার কাছে আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার দুপুরে পেশাজীবী সম্বনয়ক পরিশদের উদ্দ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জামায়াত শিবিরের নির্যাতন, লুটপাট ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

তিনি সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ‘রবিবার সরকার নতুন করে শপথ নেবে। আর এ শপথ নেওয়ার সময় সরকার সংখ্যালঘুদের ওপর যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও যেন ঘোষণা করে।’

তিনি বলেন, ‘বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করা দরকার।’

তিনি বিএনপি এবং জামায়াত শিবিরের কথা উল্লেখ করে বলেন, ‘নির্বাচন বন্ধ করতে না পেরে আপনারা দেশে সহিংসতা সৃষ্টি করেছেন। সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছেন। আপনারা দেশে সৃষ্ট এই সহিংসতা বন্ধ করুন। তা না হলে বাংলার জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে।’

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক নেতা আকতারুজ্জামান, মোকাদ্দম তালুকদার, প্রকৌশলী এম এ সবুজ প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এমসি/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর