thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

অবরোধে বসেছে হাইকোর্টের ৯ বেঞ্চ

২০১৪ জানুয়ারি ০৯ ১৩:৩১:২৫
অবরোধে বসেছে হাইকোর্টের ৯ বেঞ্চ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে হাইকোর্টের নয়টি বেঞ্চ বসেছে। বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইট ও আদালত ঘুরে বেঞ্চ বসার এ তথ্য পাওয়া গেছে। এদিকে অন্যদিনের মতো সকালে আপিল বিভাগে মামলা পরিচালিত হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সর্বমোট ৫৪টি বেঞ্চ আছে। তার মধ্যে বৃহস্পতিবার অবরোধের মধ্যে নয়টি বেঞ্চ বসেছে। যদিও এর আগে হরতাল কিংবা অবরোধের মধ্যে হাইকোর্টের কোনো বেঞ্চ বসতো না।

বিচারপতিরা আদালতে বসলেও মামলার শুনানির জন্য সীমিত সময় নেওয়া হয়েছে। দ্রুত সময়ে কয়েকটি মামলার কার‌্যক্রম শেষ করেই আবার বিচারপতিরা উঠে যাচ্ছেন।

উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে ঘোষণা করা হয় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির। পুর্বে সাধারণত হরতাল অবরোধে আপিল বিভাগ বসলেও হাইকোর্টের কোন বেঞ্চ বসতো না।

সকালে হাইকোর্টে গিয়ে দেখা গেছে, বিচারপতি নিজামুল হক ও বিচারপতি বজলুর রহমান এর বেঞ্চ, বিচারপতি মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি নুরুজ্জামান এর বেঞ্চ, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের বেঞ্চ, বিচারপতি মো. আব্দুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুস এর বেঞ্চ, বিচারপতি আবু বকর সিদ্দিক, বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমেদ এর বেঞ্চ, বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. সাখাওয়াত হোসেন এবং বিচারপতি এএনএম বসির উল্লাহর বেঞ্চ বসে তাদের কার‌্যক্রম পরিচালনা করে।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর