thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ব্যাকটিরিয়ার কারণে অপূর্ণকালীন জন্ম

২০১৪ জানুয়ারি ০৯ ১৩:৩৬:১১
ব্যাকটিরিয়ার কারণে অপূর্ণকালীন জন্ম

দ্য রিপোর্ট ডেস্ক : বাচ্চার অপূর্ণকালীন জন্ম হলে মায়ের পানি ভেঙে আসে দ্রুত এবং তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। ডিউক ইউনির্ভাসিটি স্কুল অব মেডিসিনের এক গবেষণায় দেখা গেছে এমন ঘটনার সঙ্গে বিশেষ ধরনের ব্যাকটিরিয়ার সম্পর্ক রয়েছে। খবর বিবিসির।

অপূর্ণকালীন জন্ম; মা ও শিশু উভয়ের স্বাস্থ্যে দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে। গবেষক দল চেষ্টা করছেন কীভাবে মা ও শিশুকে এই ঝুঁকি থেকে রক্ষা করা যায়।

গবেষণা ফলাফলটি প্রকাশিত হয়েছে প্লাওস ওয়ান জার্নালে। এতে বলা হয়, বিশেষ ধরনের ব্যাকটিরিয়া শিশুর ঝিল্লিকে (মেমব্রেন) পাতলা করে দেয়। এই ধরনের সমস্যা এক-তৃতীয়াংশ অপূর্ণকালীন শিশুর ক্ষেত্রে দেখা যায়। ঝিল্লির এই সমস্যার কারণে মায়ের দ্রুত পানি ভাঙে। যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় প্রিটার্ম প্রিম্যাচিউর র‌্যাপচার অব দ্য মেমব্রেনস (পিপিআরওএম)।

গবেষণাপত্রটির লেখক ডিউক ইউনির্ভাসিটি স্কুল অব মেডিসিনের অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজির সহযোগী অধ্যাপক এমি মুর্তা বলেন, যদি বিশেষ কোনো ব্যাকটিরিয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটে তবে তা আমরা গর্ভধারণের প্রথমদিকেই পরীক্ষা করে জানতে পারব।

তিনি আরও জানান, এই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে পিপিআরওএম’র ঝুঁকি কমানো যাবে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জানুয়ারি ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর