thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শাহজাহানপুর থানা ছাত্রলীগের সা. সম্পাদক আটক

২০১৪ জানুয়ারি ০৯ ১৪:১৮:৫৮

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রতন মৃধাকে আটক করেছে পুলিশ।

অপহরণের মামলায় বৃহস্পতিবার সকালে মুগদা থানা পুলিশ তাকে আটক করে।

শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, মুগদা থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। আপনি মুগদা থানায় যোগাযোগ করেন।

তবে মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, তাকে আটক করা হয়নি। তিন-চার মাস আগে একটি অপহরণ মামলা হয়। সেই মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখানে কিছু বিষয় আছে যা আমি আপনাকে বলতে পারব না।

(দ্য রিপোর্ট/এএইচএ/জেএম/এএল/এএল/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর