thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

‘খালেদা জিয়া যেদিন চাইবেন সেদিনই সংলাপ’

২০১৩ অক্টোবর ২৯ ১২:৩৬:৫৪
‘খালেদা জিয়া যেদিন চাইবেন সেদিনই সংলাপ’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন চাইবেন, সেদিনই সংলাপ হবে’ বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

বঙ্গবন্ধু এভিনিউতে মঙ্গলবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপের উদ্যোগ নিয়েছিলেন। তার পক্ষ থেকে বঙ্গভবনে সংলাপের দাওয়াত অব্যাহত আছে। বিরোধী দলীয় নেত্রী আজ সন্ধ্যায় অথবা আগামীকাল যেকোনো দিন, যেকোনো সময় আলোচনার জন্য আসতে পারেন।’

আলোচনার আহবান কতদিন চলবে? আর কতদিন আপনারা অপেক্ষা করবেন?- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যতটুকু প্রয়োজন ততটুকু সময়ই অপেক্ষা করবো। কেননা আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন চাই। তাছাড়া সংবিধানে নির্বাচনের একটা সময় দেওয়া আছে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে।’

দুই নেত্রীর ফোনালাপ প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতি উন্মুখ হয়েছিল। জাতি দুই নেত্রীর মধ্যে ফোনালাপে কী কথা হয়েছে তা জানতে চায়। তাই জাতির প্রত্যাশাপূরণে এই ফোনালাপ প্রকাশ করা হবে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্মসাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/রিজভী/এএস/এমএআর/অক্টোবর ২৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর