thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

আস্থায় চিড় ধরলে তা ফেরানো যায় না : ড. মিজান

২০১৪ জানুয়ারি ০৯ ১৫:০০:০৪
আস্থায় চিড় ধরলে তা ফেরানো যায় না : ড. মিজান

যশোর সংবাদদাতা : মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, বাংলাদেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সবার প্রতি আস্থা ও ভালোবাসা নিয়ে বসবাস করছি। যদি কখনো সেই আস্থায় একটুখানি চিড় ধরে তাহলে তা ফিরিয়ে আনা দুরূহ।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের খাদ্য, বাসস্থান সব দেওয়া সম্ভব। কিন্তু আস্থার জায়গায় ফিরিয়ে দেওয়া সহজ নয়।

নির্বাচনোত্তর তাণ্ডবের শিকার যশোরের অভয়নগর চাপাতলা মালোপাড়ার দুর্দশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বৃহস্পতিবার দুপুর ড়েটার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন ও সেখানকার মানুষের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, আমার প্রতিবেশী যদি আমার সঙ্গে এমন ব্যবহার করতেন তবে ১০ বছরেও তাদের প্রতি সন্তুষ্ট হতে পারতাম না।

তিনি বলেন, যারা এসব ঘৃণিত কাজ করেন, তাদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। তিনি বলেন, শুধু জামায়াত-শিবিরের ওপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। এতে করে প্রকৃত অপরাধীরা পালিয়ে যেতে পারে।

স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতারা ড. মিজানুর রহমানকে তাদের কাছে তাণ্ডবকারীদের তালিকা আছে এবং সেগুলো দেখার বিষয়ে অনুরোধ করলে তিনি বলেন, আপনারা ওইসব সরকারি গল্প আমাকে শোনাবেন না।

আসল অপরাধীদের নাম জানতে চেয়ে তিনি বলেন, তাহলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারব।

তিনি পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন। তাদের অনুরোধ করেন যশোরে তার লোকজন রয়েছেন। এখানকার মানুষ যদি প্রকাশ্যে নাও পারেন তবে যেন গোপনে তাদের সবকিছু জানান। তাহলে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে বলে তিনি তাদের আশ্বস্ত করেন।

তিনি অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানবাধিকার চেয়ারম্যানের সঙ্গে কমিশনের পরিচালকবৃন্দ, যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, অভয়নগর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার চাপাতলা পরিদর্শনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও বিজিবির মহাপরিচালকের আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তাদের সে কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/জেএম/এএস/রা/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর