thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

নিউইয়র্কে বাংলাদেশি খুনের দায়ে আরেক বাংলাদেশি আটক

২০১৪ জানুয়ারি ০৯ ১৫:০২:৫৭
নিউইয়র্কে বাংলাদেশি খুনের দায়ে আরেক বাংলাদেশি আটক

দ্য রিপোর্ট ডেস্ক : কেনসিংটন খুন হওয়া বাংলাদেশি মহিউদ্দিন মাহমুদের (৫৭) হত্যাকারী সন্দেহে আরেক বাংলাদেশিকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। মঙ্গলবার রাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ সিদ্দিকি (২৭) নামের ওই বাংলাদেশিকে আটক করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

আটক সিদ্দিকি পুলিশকে জানান, নিহত মাহমুদের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন তিনি। ভাড়ার টাকা কম দেওয়ার কারণে মাহমুদ তাকে অপদস্থ করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মাহমুদকে খুন করেন। কেনসিংটনের ৫৪৬ ম্যাকডোনাল্ড এভিনিউয়ের বেসমেন্ট ইউনিটে এ খুনের ঘটনা ঘটে বলেও পুলিশকে জানান তিনি।

মাহমুদ ও সিদ্দিকি উভয়ের বাড়িই বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জে।

নিউইয়র্ক পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্দিকিকে আটক করে। এ সময় সিদ্দিকি কুয়েত হয়ে বাংলাদেশে পৌঁছার উদ্দেশ্যে বিমানে ওঠতে যাচ্ছিল।

পুলিশ জানায়, সিদ্দিকি বিমানের টিকেট কাটার সময় তার পাঞ্চ কার্ড ব্যবহার করলে পুলিশ তাকে ট্র্যাক করে।

সিদ্দিকির বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার হত্যা ও অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করেছে নিউইয়র্ক পুলিশ।

(দ্য রিপোর্ট/এআইএম/এইচএসএম/আরকে/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর