thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘আইনজীবীদের জেলে রেখে আদালত চলবে না’

২০১৪ জানুয়ারি ০৯ ১৫:২০:১৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আইনজীবীদের জেলে রেখে আদালত চলবে না’ বলে স্লোগান দিয়ে অনির্দিষ্টকালের অবরোধের সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল করেছে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে বৃহস্পতিবার আইনজীবীরা মিছিল নিয়ে আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করেন। তারপর তারা মিছিল নিয়ে হাইকোর্ট বেঞ্চের সামনে গেলে গেট বন্ধ করে দেয়। পরে আইনজীবীরা মিছিল নিয়ে বার সভাপতির রুমের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, কিছু অতি উৎসাহী বিচারপতি আজ অবরোধের মধ্যেও আদালতে বসেছে। এসব বিচারপতিদের ভারতীয় দালাল আখ্যা দিয়ে বক্তারা বলেন, সিনিয়র আইনজীবীদের জেলে রেখে আপনারা আদালতে বসতে পারেন না।

আইনজীবীরা বলেন, ৫ জানুয়ারির নির্বাচন একটি প্রহসনের নির্বাচন। তাই অনতিবিলম্বে নির্বাচন বাতিল করে নতুনভাবে নির্বাচন দিন।

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। তারই সমর্থনে সুপ্রিম কোর্টে আইনজীবীরা মিছিল ও সমাবেশ করে।

মিছিল ও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবেদ রেজা, সুপ্রিম কোর্ট বারের সহ-সম্পাদক সাইফুর রহমান, অ্যাডভোকেট নাসির উদ্দিন আহমেদ অসিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার কাজলসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এসএ/এইচএসএম/এএল/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর