thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সুপ্রিম কোর্ট আইনজীবীদের মানববন্ধন

২০১৪ জানুয়ারি ০৯ ১৫:৩১:৪৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্টের সামনে রাস্তায় আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কেউ বক্তব্য দেয়নি। আইনজীবীরা শুধু দাঁড়িয়ে থেকে মৌনতার মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে মঙ্গলবার গত ২৯ ডিসেম্বর দুর্বৃত্তরা আদালতে আইনজীবীদের ওপর হামলায় কাউকে গ্রেফতার না করায় প্রতিবাদে এবং সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ গ্রেফতারকৃত সকল আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রায় তিনশ’ আইনজীবীর অংশগ্রহণে সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, সহ-সম্পাদক সাইফুর রহমান, বিএনপি নেতা শাহজাহান ওমর বীর উত্তম, আবেদ রাজা, তৈমুর আলম খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে আইনজীবীরা পুনরায় বার ভবনে এসে মিছিল করে যার যার চেম্বারে চলে যান।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/রা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর