thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

সিলেটে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

২০১৪ জানুয়ারি ০৯ ১৫:৫৩:২৩
সিলেটে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

সিলেট অফিস : সিলেটে ট্রাকচাপায় ফকির উদ্দিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শহরতলির টুকের বাজারের জাঙ্গাইলে বৃহস্পতিবার দুপুর ১টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফকির উদ্দিন জাঙ্গাইল এলাকার আফাজ উদ্দিনের ছেলে।

এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

এ সময় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/এমজে/এফএস/এএস/আরকে/জানুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর