thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

ঢাবিতে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০১৪ জানুয়ারি ০৯ ১৬:০৯:৩২
ঢাবিতে আদিবাসীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাবি প্রতিবেদক : সারাদেশে সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠীর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্বাবিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে আদিবাসী ছাত্রসংগ্রাম পরিষদ ও বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগছাস)।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বৃহস্পতিবার দুপুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের (বাগছাস) ঢাকা মহানগর সভাপতি সবুজ নকরেটের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি জুয়েল চাকমা, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অনন্ত ত্রিপুরা, জুয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি রাখী ম্রং।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীন দেশের নাগরিক হিসেবে ভোট দেওয়ার অধিকার সবার সমান। আদিবাসী জনগোষ্ঠীও এই অধিকার বলে নির্বাচনে ভোট প্রদান করে। কিন্তু একটি সহিংস গোষ্ঠী আদিবাসী জনগণের ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাঙচুর করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

এ সময় তারা হামলার সঙ্গে জড়িতদের চি‎হ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/আরকে/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর