thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

ঢাবিতে জাসদ ছাত্রলীগের বিক্ষোভ

২০১৪ জানুয়ারি ০৯ ১৬:১২:০৪
ঢাবিতে জাসদ ছাত্রলীগের বিক্ষোভ

ঢাবি প্রতিবেদক : নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ)।

বিশ্ববিদ্যালয়ের কলাভবনের পিছন থেকে বৃহস্পতিবার দুপুরে মিছিলটি বের হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সামসুল ইসলাম সুমনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, ঢাবি ছাত্রলীগ সভাপতি আহসানুল হাবিব প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, যারা দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতন করেছে, যারা কোমলমতি শিশুদের বিদ্যা নিকেতনে হামলা করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/জানুয়ারি, ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর