thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

খন্দকার মাহবুবের রিমান্ড স্থগিত

২০১৪ জানুয়ারি ০৯ ১৭:০২:৫০
খন্দকার মাহবুবের রিমান্ড স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিম্ন আদালতের দেওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের রিমান্ড আদেশ সাতদিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার রিমান্ডের ওপর এ স্থগিতাদেশ দেন।

একই সঙ্গে খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে দেওয়া রিমান্ড কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আসামিপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন হাইকোর্ট বিভাগের ওই বেঞ্চ।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, ফজলুর রহমান, হেদায়েত হোসেন, গোলাম মো. চৌধুরি আলাল, জাহানারা সরকার, ব্যারিস্টার রাগিব রউফ প্রমুখ।

অপরদিকে, রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল শুনানিতে অংশ নেন।

ঢাকা মহানগর হাকিম আমিনুল হক বুধবার খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

ঢাকা রমনা জোনের উপ-পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে শনিবার ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেফতার দেখিয়ে মাহবুবের বিরুদ্ধে সাতদিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।

পুলিশের এ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারিক আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। তবে হাইকোর্টের স্থগিতাদেশের কারণে খন্দকার মাহবুবের রিমান্ড বাতিল করে জেলে প্রেরণ করতে হবে।

(দ্য রিপোর্ট/এসএ/এমএআর/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর