thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শনিবার

২০১৪ জানুয়ারি ০৯ ১৭:১৬:৩৪
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শনিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক : আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শনিবার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। দশম জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত ৮ আসনের ৩৯২ কেন্দ্রের ভোটগ্রহণকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় আগারগাঁও এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে বৃহস্পতিবার পাঠনো হয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বৈঠকটি রবিবার হওয়ার কথা থাকলেও অন্য একটি বৈঠক থাকায় তা একদিন আগে শনিবার করা হচ্ছে।’

বৈঠকে নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল অব স্টাফ, পুলিশ, বিজিবি, আনসার, এনএসআই, ডিজিএফআই, ডিবি ও কোস্টগার্ডসহ সব ফোর্সের প্রতিনিধিরা ও সংশ্লিষ্ট আসনের জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত থাকবেন।

গত ২৬ তারিখ ইসির সিদ্ধান্ত স্টাইকিং ফোর্স হিসেবে মাঠে ছিল সেনা বাহিনী। নির্বাচনের ফলাফল সরকারিভাবে প্রকাশের পর বৃহস্পতিবার সেনাদের ব্যারাকে ফিরে যাওয়ার কথা রয়েছে। তবে ৬ জেলায় আট আসনের নির্বাচনের জন্য সংশ্লিষ্ট জেলায় ১৮ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে ২৭ ডিসেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/এমএস/এনডিএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর