thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

রামগঞ্জে বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ

২০১৪ জানুয়ারি ০৯ ১৭:২৩:০০
রামগঞ্জে বিএনপি নেতাকে কারাগারে প্রেরণ

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বিএনপি নেতা ওমর ফারুককে (৪০) বুধবার রাতে উপজেলার কালিকাপুর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

ফারুক লামচর ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও স্থানীয় লামচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরনবীর ছেলে। রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলা চালিয়ে পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবদুল মতিন বাদি হয়ে ওমর ফারুকের বিরুদ্ধে মামলা করেন।

রামগঞ্জ মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) বশির উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এমআর/এফএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর