thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

লক্ষ্মীপুরে নতুন ডিসি

২০১৪ জানুয়ারি ০৯ ১৭:৪৭:৫৪
লক্ষ্মীপুরে নতুন ডিসি

দ্য রিপোর্ট প্রতিবেদক : লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমানকে সরিয়ে তাকে রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব করা হয়েছে।

তার স্থলাভিষিক্ত করা হয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) এ কে এম টিপু সুলতান।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়কে লক্ষ্মীপুরের ডিসি বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৫ জানুয়ারির নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগে এ বদলির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব সৈয়দা নওয়ারা জাহানকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে, ওএসডি উপ-সচিব মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরীকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর