thereport24.com
ঢাকা, বুধবার, ১ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২২ শাওয়াল 1445

সংখ্যালঘুদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

২০১৪ জানুয়ারি ০৯ ১৮:০২:১৩
সংখ্যালঘুদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

ঢাবি প্রতিবেদক : সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে আওয়ামী-বামপন্থী নীলদলের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বৃহস্পতিবার দুপুরে ঢাবি শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন করা হয়।
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল মানববন্ধনের সঞ্চালনা করেন।
ঢাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাবি নীলদলের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল আজিজ, শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. জিয়াউর রহমান, ঢাবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, প্রফেসর ড. আখতারুজ্জামান, প্রফেসর ড. এ জে শফিউল আলম ভুঁইয়া।

মানবন্ধনে বক্তারা বলেন, সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল নাশকতা ও ভাঙচুর চালানো হচ্ছে। স্বাধীনতাবিরোধী অপশক্তিরাই দেশে এই ধরনের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

এ সময় মানববন্ধনে শিক্ষকরা হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষতিপূরণ, তাদের পুণর্বাসন ও হামলাকারীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/সা/জানুয়ারি, ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর