thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

বগুড়ায় ট্রাকহেলপারকে কুপিয়ে হত্যা

২০১৪ জানুয়ারি ০৯ ১৮:২০:২০
বগুড়ায় ট্রাকহেলপারকে কুপিয়ে হত্যা

বগুড়া সংবাদদাতা : বগুড়া শেরপুরে পুর্ব শত্রুতার জের ধরে আল মামুন (১৮) নামে এক ট্রাকহেলপারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শেরপুর রণবীর বালা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, আল মামুন ট্রাকহেলপারের কাজ করতেন। হরতাল অবরোধের কারণে তিনি বাড়িতেই ছিলেন। বুধবার রাত ১০টার দিকে তার বন্ধু মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা তার মৃতদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শেরপুর থানা পুলিশ ওসি আলী আহমেদ হাসমি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আল মামুন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা মাঝিপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এএইচ/এফএস/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর