thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বঙ্গভবনে প্রধানমন্ত্রী

২০১৪ জানুয়ারি ০৯ ১৮:৩৪:১৫
বঙ্গভবনে প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা সোয়া ৬টার দিকে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। তার সঙ্গে এলজিইডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামও বঙ্গভবনে গেছেন।

এদিকে, সকালে দশম সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এরপর সংসদীয় দলের বৈঠক হয়। ওই বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। সংখ্যাগরিষ্ঠ সংসদীয় দলের নেতা হিসেবে তিনি সংসদেরও নেতা নির্বাচিত হয়েছেন।

আওয়ামী লীগ সংসদীয় দলের প্রধান নির্বাচিত হওয়ার পর রাষ্ট্রপতিকে নতুন সরকার গঠনে ব্যবস্থা নেওয়ার কথা জানাতেই তিনি বঙ্গভবনে গেছেন বলে জানা গেছে।

দলীয় সূত্র জানায়, নিয়মানুযায়ী সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে জানাবেন এবং নতুন মন্ত্রিপরিষদের সদস্যদের তালিকা জমা দেবেন। এরপর রাষ্ট্রপতির আমন্ত্রণেরভিত্তিতে নতুন সরকার শপথ নেবে। নতুন সরকার রবিবার শপথ নেবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে।

(দ্য রিপোর্ট/ওস/এনডিএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর