thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘বাংলাদেশে গড়ে উঠেছে পাকিস্তানের ছিটমহল’

২০১৪ জানুয়ারি ০৯ ১৮:৩৩:৩৯
‘বাংলাদেশে গড়ে উঠেছে পাকিস্তানের ছিটমহল’

জবি প্রতিবেদক : বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাকিস্তানের ছিটমহল গড়ে উঠেছে বলে দাবি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীলদল আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করেন তিনি।

দেশের একাধিক স্থানে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ভারত ভাগের মতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এ দেশে কিছু ছিটমহল গড়ে উঠেছে। দেশের বিশেষ কিছু অঞ্চলে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে সে সব পাকিস্তানী ছিটমহল। এ সব অঞ্চলেই বার বার সহিংসতার প্রধান লক্ষ্যবস্তু হয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়গুলো। ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় সহিংসতা রুখতে অতীতের তদন্ত প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিচার করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের নীলদলের সভাপতি ড. মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে মানবন্ধনে আরও বক্তব্য দেন কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান প্রমুখ।

(দ্য রিপোর্ট/এলআরএস/এমএইচও/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর