thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘পদ্মা সেতুর মূল নির্মাণ জুনের মধ্যে শুরু’

২০১৪ জানুয়ারি ০৯ ১৯:১৯:১২
‘পদ্মা সেতুর মূল নির্মাণ জুনের মধ্যে শুরু’

দ্য রিপোর্ট প্রতিবেদক : পদ্মা সেতুর মূল নির্মাণ কাজ আগামী জুনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সেতু ভবনে বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী এ কথা জানান।

এ সময় সেতু সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো. শফিকুল ইসলামসহ সেতু বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবারই ছিল পদ্মার মূল সেতু নির্মাণে দরপত্র জমা দেওয়ার শেষ দিন। গত ২৬ জুন মূল সেতুর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। গত বছরের ৯ সেপ্টেম্বর ছিল দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এরপর কয়েক দফা দরপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়।

বিশ্ব ব্যাংককে ‘না’ করে দেওয়ার পর নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। মূল সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ হাজার কোটি টাকা। এ দরপত্রে অংশ নিতে প্রাক-যোগ্য বিবেচিত চার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, ডেইলিম-বাম-ভিসিআই (দক্ষিণ কোরিয়ার যৌথ বিনিয়োগ) এবং ভিঞ্চি-এইচসিসি (ফ্রান্স-ভারত যৌথ বিনিয়োগ)।

২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বাংলাদেশের সঙ্গে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি করেছিল বিশ্বব্যাংক। তবে প্রকল্পের পরামর্শকের কাজ পাইয়ে দিতে ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের অভিযোগ উঠায় সেই অর্থ আটকে যায়। ওই অভিযোগের তদন্তে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো নেতৃত্বাধীন তিন সদস্যের পর্যবেক্ষক দল দুদফা বাংলাদেশ সফর করে। পর্যবেক্ষক দলের প্রতিবেদন হাতে পাওয়ার আগেই চলতি বছর জানুয়ারিতে পদ্মা প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থ নেবে না বলে জানিয়ে দেয় সরকার।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর