thereport24.com
ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১,  ১৮ জমাদিউল আউয়াল 1446

শিল্পকর্ম প্রদর্শনী ‘রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড’

২০১৪ জানুয়ারি ০৯ ১৯:৪৪:২০
শিল্পকর্ম প্রদর্শনী ‘রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড’

দ্য রিপোর্ট ডেস্ক : ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘রিভার্স অফ দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনী।

সপ্তাহব্যাপী এ প্রদর্শনী আয়োজন করছে ব্রিটিশ কাউন্সিল ও এইচএসবিসি।

প্রদর্শনীতে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে। বাংলাদেশের দুজন তরুণ শিল্পী সৈয়দ রাশেদ ইমাম তন্ময় ও তামান্না তাসমিন এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। এ ছাড়াও যুক্তরাজ্যসহ আরও সাতটি দেশের শিল্পীর শিল্পকর্ম থাকছে। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে তামান্না তাসমিনের ইন্সটলেশন আর্ট যা প্রদর্শিত হবে ঢাকা আর্ট সেন্টারে।

গানের সুরে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে এ কার্যক্রম সপ্তাহব্যাপী চালু থাকবে।

প্রদর্শনী ১৬ জানুয়ারি শুরু হয়ে চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ৩:৩০ এ শুরু হয়ে রাত ৮টায় শেষ হবে।

মেয়র টেমস ফেস্টিভলের উল্লেখযোগ্য একটি প্রকল্পের অংশ এই প্রদর্শনী। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে জড়িত পৃথিবীব্যাপী প্রায় দুই হাজার তরুণ শিক্ষার্থীর নিজ নিজ নগরের নদীর ওপর শিল্পকর্ম ওই প্রদর্শনীতে অংশ পায়।

(দ্য রিপোর্ট/কেএম/এমএআর/সা/জানুয়ারি০৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর