thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

স্প্রেডের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক

২০১৪ জানুয়ারি ০৯ ১৯:৫৭:৩৭
স্প্রেডের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক

আমজাদ হোসেন, দ্য রিপোর্ট : আমানত ও ঋণ সুদহারের ব্যবধানের (স্প্রেড) তথ্য চেয়ে তফসিলি ব্যাংকগুলোকে চিঠি দেবে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) একটি সূত্র দ্য রিপোর্টকে এই তথ্য নিশ্চিত করেছে।

বিআরপিডি সূত্রে জানা যায়, দেশে কার্যরত তফসিলি ব্যাংকের আমানত ও ঋণ সুদহারের তথ্য চাওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের এই বিষয়ে চিঠি দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ঋণ ও আমানতের মধ্যকার সুদ ব্যবধানের (স্প্রেড) নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর ঋণের গড় সুদহার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫১ শতাংশ। একই সময়ে আমানতের গড় সুদহার দাঁড়িয়েছে ৮ দশমিক ৫০ শতাংশে। এ হিসাবে দেখা যাচ্ছে, ব্যাংকের ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধানও (স্প্রেড) ৫ শতাংশীয় পয়েন্ট সীমার উপরে চলে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বলেন, ‘স্প্রেডটা হঠাৎ করে কমানো সম্ভব নয়। এটা ধীরে ধীরে কমে আসবে।’
ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দেশের রাজনৈতিক অস্থিরতা আর চলমান অর্থনৈতিক টানাপোড়েনের কারণে ব্যাংকগুলোর অবস্থা খুব ভালো নয়। এর উপর বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা; সব মিলিয়ে স্প্রেড নির্ধারিত সীমার বাইরে চলে যাচ্ছে।

এর আগে, ২০১৩ সালের ২৫ আগস্ট ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী বলেছিলেন, ‘২৬টি ব্যাংকের স্প্রেড নির্ধারীত সীমার উপরে অবস্থান করছে। তাদের স্প্রেডসীমা ৫ শতাংশীয় পয়েন্টের নিচে নামিয়ে আনতে কড়া ভাষায় চিঠি দেওয়া হয়েছে। আশা করি স্প্রেড কমে আসবে।

(দ্য রিপোর্ট/এএইচ/এমএআর/আরকে/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর