thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘শপথ পড়িয়ে স্পিকার সংবিধান লঙ্ঘন করেছেন’

২০১৪ জানুয়ারি ০৯ ২০:১৮:৩০
‘শপথ পড়িয়ে স্পিকার সংবিধান লঙ্ঘন করেছেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘সংবিধান অনুযায়ী যাদের শপথ গ্রহণের কোনো সুযোগ ছিল না তাদের শপথ পড়িয়ে স্পিকার সংবিধান লঙ্ঘন করেছেন’ বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৮টায় চেয়ারপারসনের প্রেস উইংয়ের পক্ষে সাংবাদিকদের হাতে দেওয়া লিখিত বক্তব্যে মির্জা ফখরুল এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘এ সব সদস্য দিয়ে নির্বাচিত সংসদ নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি দ্বারাও সংবিধানের বিচ্যুতি ঘটবে।’

তিনি বলেন, ‘ক্ষমতার জন্য, দ্রুত ক্ষমতা সংহত করার জন্য সরকার এগুলো করছে।’

ক্ষমতার মোহে রাষ্ট্রীয় সংবিধানকে অবজ্ঞা করার এমন নষ্ট দৃষ্টান্ত স্থাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই একদিন অভিযুক্ত হতে হবে বলে জানান মির্জা ফখরুল।

(দ্য রিপোর্ট/টিএস/এমএআর/আরকে/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর