thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ’

২০১৪ জানুয়ারি ০৯ ২১:১১:২০

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্বাচনের সময় ও নির্বাচনোত্তর সহিংসতায় আক্রান্তদের অগ্রাধিকারভিত্তিতে সুচিকিৎসা নিশ্চিতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) অধ্যাপক

ডা. এ বি এম আব্দুল হান্নান বৃহস্পতিবার এক চিঠিতে সকল বিশেষায়িত হাসপাতাল ও মেডিকেল কলেজের হাসপাতালের পরিচালক, সকল সিভিল সার্জনদের এ নির্দেশনা দিয়েছেন।

চিঠিতে বলা হয়, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় অনেকে আক্রান্ত হয়েছেন। সহিংসতায় আক্রান্তদের সুচিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। এমতাবস্থায়, আক্রান্তদের অগ্রাধিকারভিত্তিতে সুচিকিৎসা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল।’

(দ্য রিপোর্ট/আরএমএম/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর