thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতির

২০১৪ জানুয়ারি ০৯ ২১:২৮:২০
সরকার গঠনের আহ্বান রাষ্ট্রপতির

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রপতি আবদুল হামিদ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা শেখ হাসিনাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদও এই বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। পরে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়।

সন্ধ্যায় দশম সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান। সেখানে আওয়ামী লীগের সংসদীয় দলের সিদ্ধান্তের কথা শেখ হাসিনা রাষ্ট্রপতিকে অবহিত করেন। শেখ হাসিনাকে এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকার গঠনের আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন।

(দ্য রিপোর্ট/বিকে/এনডিএস/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর