thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘প্রমাণ করুন, আপনার হাত রক্তাক্ত নয়’

২০১৪ জানুয়ারি ০৯ ২১:২৮:২১

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করেছে বেশ কয়েকটি সংগঠন। মানববন্ধন থেকে হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ বিকেলে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে মানববন্ধন করে। এতে সাম্প্রদায়িকতাবিরোধী ঘোষণাপত্র পাঠ করেন বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজয় রায়। মাববন্ধনে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত প্রমুখ।

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, যারা এ দেশে পাকিস্তানী আর্দশ ফিরিয়ে আনতে চায় তারাই সাম্প্রদায়িক হামলা চালাচ্ছে। কিন্তু আমরা চাই সরকার এই সমস্যার সমাধান করুক।

অজয় রায় সাম্প্রদায়িক হামলার বিষয়ে নতুন আইন পাস করার দাবি জানান। এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে বলতে চাই, আপনি প্রমাণ করুন। আপনার হাত রক্তাক্ত নয়’।

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, এ ঘৃণ্য হামলা রুখতে রাজপথে আসুন। রাজপথে ঐক্য গড়ে তুলে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এদিকে, সাম্পাদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য বিকেলে শাহবাগে লাঠি সমাবেশ করে সাম্প্রদায়িকতাবিরোধী ব্রিগেড। এতে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি কামাল লোহানী।

বক্তব্য দেন দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইয়িদ খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান তারেক, বাংলাদেশ যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত, বাংলাদেশ যুব মৈত্রীর দফতর সম্পাদক শাহীন মাহমুদ, প্রগতি লেখক সংঘের নেতা অভিনু কিবরিয়া ইসলাম প্রমুখ।

কামাল লোহানী বলেন, শুধু সেমিনার বা বিবৃতি দিয়ে সাম্প্রদায়িক হামলা রোধ করা যাবে না। এ জন্য দেশের বিভিন্ন স্থানে প্রহরী বসাতে হবে।

সমাবেশ শেষে একটি লাঠি মিছিল শাহবাগ থেকে বেরিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার শাহবাগে গিয়ে শেষ হয়।

(দ্য রিপোর্ট/এএইচএস/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর