thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

রাজনৈতিক অস্থিরতায় কমেছে বিনিয়োগ

২০১৪ জানুয়ারি ০৯ ২১:৪১:৩০

আমিনুল ইসলাম, দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক অস্থিরতায় স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ প্রস্তাব নিবন্ধনের হার কমেছে।

‘বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বর পর্যন্ত দেশি-বিদেশি ১ হাজার ১৭৩টি প্রকল্প নিবন্ধিত হয়েছে। এর বিপরীতে মোট বিনিয়োগের পরিমাণ হচ্ছে ৫৮ হাজার ৫০৫ কোটি ৫১ লাখ টাকা। এর মধ্যে স্থানীয় প্রকল্পের সংখ্যা ১ হাজার ৯৬টি ও বিনিয়োগের পরিমাণ ৩৮ হাজার ৬৭০ কোটি ২৭ লাখ টাকা।

অন্যদিকে, বৈদেশিক প্রকল্পের সংখ্যা হচ্ছে ১৭৭টি ও বিনিয়োগের পরিমাণ ২০ হাজার ৬৮ কোটি ৭৯ লাখ টাকা।

অথচ ২০১২ সালে দেশি-বিদেশি ১ হাজার ৮৫৭টি প্রকল্পের মাধ্যমে ৭১ হাজার ৩৬৯ কোটি ৩২ লাখ টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছিল। এর মধ্যে স্থানীয় ১ হাজার ৬৫৫টি প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার ৭৮ কোটি ৬ লাখ টাকা ও বিদেশি ২০২টি প্রকল্পের মাধ্যমে ২১ হাজার ২৯১ কোটি ২৬ লাখ টাকার বিনিয়োগ প্রস্তাব রয়েছে।

বিনিয়োগ বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের গত ৫ বছরে ৭ হাজার ৫০১টি স্থানীয় ও ৯১২টি বৈদেশিক বিনিয়োগ প্রস্তাবের মাধ্যমে মোট ৩ লাখ ২১ হাজার ৬৩৮ কোটি ৫৬ লাখ টাকার বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। এর মধ্যে সরকারের প্রথম তিন বছরে বিনিয়োগ পরিস্থিতি ভালো থাকলেও ২০১৩ সালে বিনিয়োগে নিম্নমুখী প্রবণতা বাড়তে থাকে। এ জন্য ‘রাজনৈতিক অস্থিরতাকেই’ দায়ী করেছেন বিনিয়োগ বোর্ডের কর্মকর্তারা।

এদিকে, গত ৫ বছরে ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে’র (বিসিক) আওতাভুক্ত বিভিন্ন শিল্পপার্কে ৬৬৫টি নতুন শিল্পকারখানা উৎপাদনে এসেছে। এখানে ৩ হাজার ৮৩৫ কোটি টাকা বিনিয়োগ হয়েছে। পাশাপাশি গত ৫ বছরে বিসিক শিল্পনগরগুলোতে ১ লাখ ৬২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

বিসিক সূত্রে প্রাপ্ত তথ্যমতে, ২০০৯ সালে বিসিক শিল্পনগরগুলোতে মোট বিনিয়োগের পরিমাণ ছিল ১৩ হাজার ৫৮০ কোটি টাকা। ২০১৩ সালে এটা বেড়ে দাঁড়ায় ১৭ হাজার ৪১৯ কোটি টাকায়।

(দ্য রিপোর্ট/এআই/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর