thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘বিএনপি চেয়ারপারসন জানেন না’

২০১৪ জানুয়ারি ০৯ ২২:৩৫:০৭
‘বিএনপি চেয়ারপারসন জানেন না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানেন না। এ কারণে শতাধিক সাংবাদিককে ঘণ্টাখানেক অপেক্ষার পর ফিরে যেতে হল।

গুলশানে নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত আটটার দিকে এই সংবাদ সম্মেলনের কথা ছিল। কিন্তু এক ঘণ্টা পর নয়টার দিকে খালেদা জিয়ার পক্ষ থেকে জানানো হয়, তিনি গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলবেন না।
চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী মাহবুব আল আমিন (ডিউ) সাংবাদিকদের জানান, চেয়ারপারসন বিষয়টি জানেন না। এমনকি তিনি (ডিউ) নিজেও অবগত নন।

তিনি আরও জানান, যারা সাংবাদিকদের দাওয়াত দিয়েছিলেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, বৃহস্পতিবার রাত ৮টায় বিএনপি বিটের নিয়মিত সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া মতবিনিময় করবেন।

রাজধানীর গুলশানে চেয়ারপারসনের নিজ বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/টিএস/এসবি/সা/জানুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর