thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

২০১৪ জানুয়ারি ১০ ০০:০৫:২২
১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

বাহরাম খান, দ্য রিপোর্ট : আজ শুক্রবার, ১০ জানুয়ারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বাঙালির মুক্তি সংগ্রামের ইতিহাসে এটি এক অনন্য ঐতিহাসিক দিন। বাঙালির মুক্তির মন্ত্রদাতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ব্রিটেন ও ভারত হয়ে এইদিনে স্বাধীন বাংলাদেশে পৌঁছান।

দিনটি উপলক্ষে আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে থাকছে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন। ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দল সংশ্লিষ্ট সব সংগঠনকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানিয়েছেন।

১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হত্যাযজ্ঞ শুরু করে। গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যায় বঙ্গবন্ধুকে। কারাগারে গোপন বিচারের মাধ্যমে তার ফাঁসির আদেশ দেওয়া হয়। কারাগারের নির্জন সেলে বঙ্গবন্ধুর সামনেই খোড়া হয় কবর। কিন্তু বাঙালির স্বাধীনতার প্রশ্নে তিনি ছিলেন অবিচল।

১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করে পিআইয়ের একটি বিশেষ বিমানে লন্ডনে পৌঁছান। সে দেশের সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বিচারের নামে প্রহসন অনুষ্ঠান করে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর ফন্দি এঁটেছিল।’

১৯৭২ সালের ১০ জানুয়ারি ব্রিটেনের রাজকীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছান বঙ্গবন্ধু। সাক্ষাৎ করেন ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি ভিভি গিরি ও প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর সঙ্গে।

ওইদিনই তিনি ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে ফিরে আসেন বাংলাদেশে। রেসকোর্স ময়দানে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে বলেন, ইয়াহিয়া খান আমার ফাঁসির হুকুম দিয়েছিল। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। বাঙালিরা একবারই মরতে জানে। তাই ঠিক করেছিলাম, তাদের কাছে নতি স্বীকার করবো না। ফাঁসির মঞ্চে যাবার সময় বলবো, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। তাদের আরো বলেছি তোমরা মারলে ক্ষতি নাই। কিন্তু আমার লাশ বাংলার মানুষের কাছে পৌঁছে দিও।

(দ্য রিপোর্ট/বিকে/এসবি/এপি/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর