thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অবশেষে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক নিরাপত্তা পাচ্ছেন দেবযানি

২০১৪ জানুয়ারি ১০ ০৬:৫৫:৩৬
অবশেষে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক নিরাপত্তা পাচ্ছেন দেবযানি

দ্য রিপোর্ট ডেস্ক : মিথ্যা তথ্য প্রদান ও ভিসা জালিয়াতি মামলায় কূটনৈতিক পর্যায়ের নিরাপত্তা পাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ে। যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউশন বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরার।

প্রসিকিউশন দেবযানির নিরাপত্তা নিশ্চিত করলেও দেশত্যাগে অনুমোদন দেয়নি। রাষ্ট্রীয় অনুমোদন ছাড়া তিনি দেশত্যাগ করতে পারবেন না বলে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

প্রসিকিউশনের বিচারকদের চিঠিতে বলা হয়েছে, দেবযানি পূর্ণ কূটনৈতিক নিরাপত্তা পাবেন এবং মামলাটি আর এগিয়ে নেওয়া হবে না।

এর আগে গত বছরের ১২ ডিসেম্বর ভিসা জালিয়াতির মাধ্যমে সঙ্গীতা রিচার্ড নামে এক গৃহকর্মীকে যুক্তরাষ্ট্রে আনা ও তাকে কম মজুরি দেওয়ার অভিযোগে দেবযানিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাকে বিবস্ত্র করে তল্লাশির কথাও উঠেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের খারাপ সময় যাচ্ছে। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার, অর্থ উপার্জনের হিসাব চাওয়া ও ইউএস দূতাবাসের বাণিজ্য বন্ধের উদ্যোগ নেয় দেশটি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে সাক্ষাতও বন্ধ করে দেয় ভারতের রাজনীতিকসহ সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এসকে/এএল/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর