thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

পাটুরিয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

২০১৪ জানুয়ারি ১০ ১০:২১:০৯
পাটুরিয়ায় ১১ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল। এ সময় মাঝ নদীতে চারটি ফেরিতে শতাধিক যাত্রীবাহী বাস ও মিনিবাস, ট্রাকসহ আটকেপড়া যানবাহন উভয় ঘাটে পৌঁছেছে।

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুয়াশা কমে গেলে আবার ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ম্যানেজার (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরি চলাচলে অসুবিধা হওয়ায় বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি দৌলতদিয়া ঘাটে যাওয়ার সময় আটকেপড়ে। আটকেপড়া ফেরিগুলো হচ্ছে- কপোতী, শাহজালাল, বীরশ্রেষ্ঠ মতিউর ও আমানত শাহ। চারটি ফেরি শতাধিক যাত্রীবাহী যান নিয়ে আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তিনি আরও জানান, সকালে কুয়াশা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল শুরু করা হয়। উভয় পাড়ে আটকে থাকা তিন শতাধিক যাত্রীবাহী যান, ট্রাকসহ বিভিন্ন গাড়ি পারাপার করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনইউ/এএস/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর