thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মালোপাড়া অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চ শুরু

২০১৪ জানুয়ারি ১০ ১০:৪৬:৩৯
মালোপাড়া অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চ শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে শাহবাগ থেকে যশোরের মালোপাড়া অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চ কর্মসূচি শুরু হয়েছে। রাজধানীর শাহবাগ থেকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় গণজাগরণ মঞ্চের কর্মীরা মালোপাড়ার দিকে রওনা দেন।

শুক্রবার সকালে গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে ৮টি বাস, ১০টি পিকআপ ভ্যান, ৫টি প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে গণজাগরণ মঞ্চের কর্মীরা রওনা দেন। শুক্রবার ও শনিবার এ কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ।

রোডমার্চের পূর্বে ইমরান এইচ সরকার বলেন, ‘যে সব স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে, সে সব স্থান আমরা পরিদর্শন করব। ওই সব এলাকার মানুষদের ঐক্যবদ্ধ হয়ে সহিংস ঘটনা মোকাবেলার আহ্বান জানাব। আজ থেকে সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে আমরা যে আন্দোলন শুরু করেছি, তা অব্যাহত থাকবে।’

ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন রোধে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে আইন প্রণয়ন করা, এ সব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও গোষ্ঠীকে গ্রেফতার করে দ্রুতবিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান ইমরান।

রোডমার্চের এ কর্মসূচি সকাল ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও, সাড়ে ১০টায় শুরু করে গণজাগরণ মঞ্চ।

(দ্য রিপোর্ট/এসআর/এমসি/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর