thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

চট্টগ্রামে পেট্রোলবোমায় দগ্ধ টেম্পোচালকের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১০ ১১:৪৩:৫০
চট্টগ্রামে পেট্রোলবোমায় দগ্ধ টেম্পোচালকের মৃত্যু

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পেট্রোলবোমায় দগ্ধ টেম্পোচালক মো. মিতুল (২৬) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) মারা গেছেন।

বার্ন ইউনিটের কর্তব্যরত ডাক্তার অজয় দাশ জানান, শুক্রবার ভোর ৫টার দিকে বার্ন ইউনিটের আইসিইউতে তিনি মারা যান।

রেজিস্টার অনুযায়ী তার বাড়ি ভোলা জেলার দৌলতখান এলাকায়। তার বাবার নাম মো. হান্নান। তিনি নগরীর বায়েজিদের বাংলাবাজার এলাকায় ভাড়া থাকতেন বলে পুলিশ জানায়।

চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, অবরোধ-হরতাল চলাকালে গত সোমবার রাতে মিতুলের টেম্পোতে পেট্রোলবোমা নিক্ষেপ করে অবরোধ সমর্থকরা। এরপর তাকে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/কেএইচ/এফএস/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর