thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

২০১৪ জানুয়ারি ১০ ১১:৫৫:৪৪
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাত ও সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

হাইওয়ে পুলিশের বারোআউলিয়া থানার ওসি জাকির হোসেন দ্য রিপোর্টকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। ভোর রাতে মিরসরাইয়ের দারোগারহাট এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আতাউর রহমান (৩৬), কফিল উদ্দিন (৩৫) ও বোরহান উদ্দিন (২২)। নিহত তিনজনের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১ নম্বর গণ্ডামারা ইউনিয়নের বরগুনা গ্রামে বলে দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি কামরুল হাছান।

নগরীর মাঝিরঘাট এলাকার জুট রেলগেটে ট্রাকের ধাক্কায় পপি বেগম (১৯) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত পপি মাঝিরঘাট এলাকার মো. সুমনের স্ত্রী। চমেক পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, নদী থেকে পানি নিয়ে আসার পথে পেছন থেকে একটি ট্রাক পপিকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/কেএইচ/এএস/এএল/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর