thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, নিহত দুই

২০১৪ জানুয়ারি ১০ ১১:৫৭:৪৬
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, নিহত দুই

টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। আহতদের টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকাল পৌনে ১০টায় বঙ্গবন্ধু সেতু-ঢাকা কমলাপুর রেলসংযোগ সড়কের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়াপাড়া রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রাকচালক সুজাত আলী (৩৬) ও শ্রমিক নিজাম উদ্দিন (৩০)। নিহতদের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম জানান, হাবলা ভোরপাড়া থেকে মাটিভর্তি একটি ট্রাক নাটিয়াপাড়া যাওয়ার উদ্দেশে টেংগুরিয়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকটি রেললাইনের পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের চালকসহ দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন পথচারীসহ পাঁচজন। আহতদের দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টাঙ্গাইল রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত জিআরপি থানা পুলিশ কর্মকর্তা সাহাদুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ঘটনার ব্যাপারে ঢাকা জিআরপি থানায় জানানো হয়েছে। জিআরপি পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

(দ্য রিপোর্ট/এআর/এএস/এএল/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর