thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

গাংনীতে দুই ঘণ্টাব্যাপী গণডাকাতি

২০১৪ জানুয়ারি ১০ ১২:২১:৫৪
গাংনীতে দুই ঘণ্টাব্যাপী গণডাকাতি

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরের গাংনী উপজেলার জোর পুকুরিয়া গ্রামের চোখতোলা মাঠপাড়া এলাকায় চার বাড়িতে গণডাকাতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতরা ওই সব বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও কয়েকটি পশু লুট করে নিয়ে যায়।

ডাকাতির শিকার আফেল উদ্দীন জানান, ১০-১২ জনের সশস্ত্র ডাকাত আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশি অস্ত্র নিয়ে প্রথমে বাড়িতে ডুকে গৃহকর্তার নাম ধরে ডেকে দরজা খুলতে বলে। দরজা না খোলায় ডাকাতরা বাইরে থেকে রামদা দিয়ে কুপিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে মারপিট শুরু করে।

ডাকাতরা একে একে শামসুল হক, আবুল কালাম ও কিতাব আলীর বাড়িতে ডাকাতি করে এবং গৃহকর্তার ছেলেদের গলায় রামদা ধরে রাখে যাতে কেউ কোনো কথা না বলে। আবুল কালাম দ্য রিপোর্টকে জানান, ডাকাতরা চার বাড়ি থেকে স্বর্ণালঙ্কাসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

গাংনী থানার ওসি মাসুদুল আলম দ্য রিপোর্টকে জানান, ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির আলামত সংগ্রহ করেছে এবং এ ডাকাতির ব্যাপারে খোঁজ-খবর নিয়ে তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এমআর/এএস/এএল/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর