thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

২০১৪ জানুয়ারি ১০ ১২:৩১:৫৬
সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীতে বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতরা হলেন- আব্দুস সাত্তার (৪৮), সাইফুল ইসলাম (৪৫) ও আকরাম হোসেন (৪২)।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে সোনামুখীতে ছয়জন মিলে মদপান করেন। সঙ্গে সঙ্গে বিষক্রিয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের সিরাজগঞ্জের একটি ক্লিনিকে ও বগুড়ার দুটি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুস সাত্তারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সাইফুল ও আকরাম শুক্রবার ভোর রাতে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

(দ্য রিপোর্ট/আরকে/এফএস/এএস/এএল/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর