thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬০ কিমি যানজট

২০১৪ জানুয়ারি ১০ ১২:৪৮:১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৬০ কিমি যানজট

কুমিল্লা সংবাদদাতা : টানা অবরোধ আর ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত স্বাভাবিক গতিতে যান চলাচল করতে না পারায় ৬০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

যানজট কুমিল্লার চান্দিনা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দীর্ঘ যানজটের কারণে হাজার হাজার যাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং আমদানি-রফতানি পণ্যবাহী যানবাহনগুলো ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান আসাদ দ্য রিপোর্টকে জানান, টানা অবরোধের কারণে মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ এবং ঘন কুয়াশার কারণে স্বাভাবিক গতিতে গাড়ি চলাচল করতে না পারায় বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত যানজট লেগে আছে।

এ ছাড়া দাউদকান্দি উপজেলায় চার লেন সড়কের ইলিয়টগঞ্জ সেতু নির্মাণকাজের জন্যও গাড়ি কিছুটা ধীরগতিতে চলাচল করছে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মশিউর রহমান দ্য রিপোর্টকে জানান, অবরোধের কারণে অতিরিক্ত গাড়ির চাপ এবং ঘন কুয়াশার কারণে চালকরা ৪-৫ হাত দূরের কিছু দেখতে না পারায় যান চলাচল করছে ধীরগতিতে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, টানা অবরোধের কারণে মহাসড়কে আমদানি-রফতানি পণ্যবাহী হাজার হাজার গাড়ি আটকে পড়ে। যাত্রী ও পণ্যবাহী সব গাড়ি একসঙ্গে চলাচল করায় এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর