thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

‘দুই-এক দিনের মধ্যেই অবস্থান পরিষ্কার করবেন এরশাদ’

২০১৪ জানুয়ারি ১০ ১২:৫৯:৩০
‘দুই-এক দিনের মধ্যেই অবস্থান পরিষ্কার করবেন এরশাদ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই-এক দিনের মধ্যেই জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

শুক্রবার সকাল ১১টার দিকে গুলশানের বাসভবনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রুহুল আমিন বলেন, ‘চেয়ারম্যান নিজেই বর্তমান সঙ্কট ও দলের ভুল বোঝাবুঝির সমাধান করবেন।’

তিনি বলেন, ‘এরশাদ আজ (শুক্রবার) শপথ না নিলেও দুই-এক দিনের মধ্যেই হয়ত শপথ নেবেন। তিনি শীঘ্রই গণমাধ্যমের সামনে এসে তার মনের কথাও বলবেন।’

সরকারকে শর্ত দেওয়ার বিষয়ে হাওলাদার বলেন, ‘দিলেও দিতে পারেন। আমার জানা নেই।’

(দ্য রিপোর্ট/সাআ/এমসি/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর