thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ৪০ মিটার নদীতে বিলীন

২০১৪ জানুয়ারি ১০ ১৪:১০:৫৯
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ৪০ মিটার নদীতে বিলীন

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের গয়লা এলাকায় নদীর তলদেশে ধস নেমেছে। শুক্রবার সকালে আকস্মিকভাবে বাঁধের ৪০ মিটার এলাকা নদীতে ধসে পড়ে।

শুস্ক মৌসুমে আকস্মিক এ ধসে সিরাজগঞ্জবাসীকে উদ্বিগ্ন করার পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও ভাবিয়ে তুলেছে। ১৯৯৮ সালে সিরাজগঞ্জ শহর রক্ষায় এ বাঁধটি নির্মাণ করার পর বর্ষা মৌসুমে ৯ বার ধস নামলেও শুস্ক মৌসুমে এই প্রথম। পানি উন্নয়ন বোর্ড সকাল থেকেই ধস ঠেকাতে ক্ষতিগ্রস্ত এলাকায় বালুভর্তি জিওটেক্স বস্তা ও সিসি ব্লক ফেলা শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানানো হয়েছে, প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে এই বাঁধ সংস্কারের কাজ শুরু করা হলেও গয়লা এলাকার কাজ এখনো শুরু করা হয়নি। সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

(দ্য রিপোর্ট/আরকে/এফএস/এএস/শাহ/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর