thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

মাদারীপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

২০১৪ জানুয়ারি ১০ ১৪:৩১:৩৪
মাদারীপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মাদারীপুর সংবাদদাতা : দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মাদারীপুরে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উদীচী শিল্পী গোষ্ঠী ও সমমনা সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের পুরান বাজার শহীদ মিনার এলাকায় উদীচী জেলা সংসদের সভাপতি ডা. রেজাউল আমিনের সভাপতিত্বে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার খলিলুর রহমান খান, উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য খান মোহাম্মদ শহীদ, উদীচী মাদারীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক রতন কুমার দাস, কমিউনিস্ট পার্টি মাদারীপুর জেলা সভাপতি অধ্যাপক তপন ভৌমিক, জাসদ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন খান সালু, ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সদস্য ডা. আলাউদ্দিন সিং, মাদারীপুর জেলা রিক্সা শ্রমিকইউনিয়নের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন মোল্লা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্নস্থানে নারকীয় হামলা চালায় জামায়াত-শিবিরসহ যুদ্ধাপরাধী চক্র। বর্তমান সরকার এই হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এই হামলার সঙ্গে জড়িতদের সনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাঠপট্টি আড়িয়াল খাঁ সেতু এলাকায় গিয়ে শেষ হয়।

(দ্য রিপোর্ট/এসকে/এফএস/এমডি/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর