thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

লক্ষ্মীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

২০১৪ জানুয়ারি ১০ ১৪:৫৯:৪১
লক্ষ্মীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামে স্ত্রী পারুল আক্তারের (২৫) হাতে স্বামী দুলাল হোসেন (৩০) খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সদর থানা পুলিশ শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করেছে। এদিকে এ ঘটনার পর এলাকার লোকজন স্ত্রী পারুলের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সানকিভাঙ্গা গ্রামের মোতাহার চৌধুরীর মেয়ে পারুল আক্তারের সঙ্গে চরশাহী ইউনিয়নের কোরবান আলীর ছেলে সিএনজিচালক দুলাল হোসেনের চার মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী পারুল বিভিন্ন পুরুষের সঙ্গে ওঠাবসা করত। এ নিয়ে স্বামী দুলাল হোসেনের সঙ্গে তার মনোমালিন্য চলে আসছিল। এক পর্যায়ে ২৬ ডিসেম্বর স্বামী দুলাল হোসেন পারুল বেগমের বাপের বাড়িতে এলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতে স্ত্রী পারুল বেগম স্বামী দুলালকে শ্বাসরোধ করে হত্যা করে মৃতদেহ বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। শুক্রবার ভোরে বাড়ির লোকজন পুকুরে মৃতদেহভর্তি বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর স্ত্রী পারুল বেগম পলাতক রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, পারুল বেগমের আগে আরেকটি বিয়ে হয়েছিল। প্রথম স্বামী আবদুল মতিনকেও একইভাবে হত্যা করা হয়।

লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. মুজিবুর রহমান দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে স্বামী দুলাল হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে। তবে স্ত্রী পারুল বেগম ঘটনার পর থেকে পলাতক। মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যামামলা করা হবে।

(দ্য রিপোর্ট/এম আরএস/এএস/আরকে/জানুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর